রোনালদোকে ছাড়িয়ে মেসি
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৮-১১-২৯ ১৩:৪৩:৫৩
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোফেনের জালে বল পাঠিয়ে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এতে বার্সেলোনা ফরোয়ার্ডের পেছনে পড়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। যেটা ভাঙা হয়তো অসম্ভব হবে পর্তুগিজ উইঙ্গারের জন্য।
ম্যাচের ৬১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেসি। এটি ছিল বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের ১০৬তম গোল। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদে ১০৫ গোল করা রোনালদোকে।
এখন জুভেন্টাসে রোনালদো। শিগগিরই এই রেকর্ড যে তার দখলে যাবে আবার, সেটা নিশ্চিত করে বলা যায়। অবশ্য টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতার সেরা দুইয়ে এখনও আছেন তারা দুজন। ১২১ গোল করে সবার উপরে রোনালদো।
রোনালদোকে পেছনে ফেলা গোলটি ছিল এই মৌসুমে মেসির ১৫তম। তার মানে গত ১৩টি মৌসুমের প্রত্যেকটিতে ১৫ বা তার বেশি গোলের কৃতিত্ব বার্সা অধিনায়কের। আর চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে এটি ছিল ষষ্ঠ গোল। গ্রুপের ৫ ম্যাচ শেষে রোমা তারকা এডিন জেকোকে টপকে এখন শীর্ষ গোলদাতা মেসি। গোল ডটকমa