মধ্যাহ্ণ বিরতির আগে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০২ ১১:৫৪:০৩
ফলোঅনে পরে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে আবারও বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি স্পিনারদের সামনে রীতিমতো অসহায় তারা। প্রথম ইনিংসের চিত্রনাট্যেই যেন শুরু হয় তাদের দ্বিতীয় ইনিংস।
প্রথম ওভারেই অধিনায়ক সাকিবের ঘূর্ণিতে দলীয় ২ রানে এলবিডাব্লিউ হয়ে যান উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট (১)। এরপর চিত্রনাট্য অনুযায়ী মঞ্চে আসেন মেহেদী মিরাজ। তুলে নেন কাইরন পাওয়েলের উইকেট।
এরপর জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন সুনিল অ্যামব্রিস (৪)। ফিরতি ওভারেই রোস্টন চেইসকে (৩) মুমিনুল হকের তালুবন্দি করেন তিনি। ৪ উইকেটে ৪৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় উইন্ডিজ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ৫০৮ রানে পাহাড় গড়ে বাংলাদেশ। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো তিন অংকে পা রাখা মাহমুদউল্লাহ ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। সর্বশেষ তিন টেস্টে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক সাকিব (৮০), অভিষিক্ত সাদমান (৭৬) এবং লিটন দাস (৫৪)।
বাংলাদেশের ৫০৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে ৩৯৭ রানে পিছিয়ে পড়া উইন্ডিজ খেলতে পেরেছে মাত্র ৩৬.৪ ওভার।
দুই ঘূর্ণি তারকা অধিনায়ক সাকিব আল হাসান ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ৭ উইকেট শিকার করেন। মিরাজের ক্যারিয়ারে ৬ষ্ঠ বারের মতো ৫ উইকেট শিকার। স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শিমরন হেটমায়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান শন ডারউইচের।