বিএসইসি  সংবর্ধনা দেবে অর্থমন্ত্রীকে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৬:৫৪:৪৩


 

 

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সংবর্ধনা দেবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে শেয়ারবাজারের উন্নয়নে সহযোগিতা করার জন্য তাকে এই সংবর্ধনা দেওয়া হবে। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামিকাল (০৪ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও কমিশনারগনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।