চলতি করবর্ষের  ২২ হাজার ২৬৪ কোটি টাকার কর আদায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৪ ১১:১৩:২৪


 

 

চলতি করবর্ষের প্রথম পাঁচ মাসে ২২ হাজার ২৬৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। শুধুমাত্র নবেম্বর মাসেই আয়কর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ৫ হাজার ২৪৮ কোটি টাকা। বছরটিতে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৬১০ জন করদাতা। এছাড়াও রিটার্ন জমা দিতে সময়ের আবেদন করেছেন আরও ৩ লাখ ১৫ হাজার ১০৫ জন। ফলে ডিসেম্বরের শেষ দিকে রিটার্ন জমা দেয়ার এই সংখ্যা ২৩ লাখের কাছাকাছি পৌঁছাতে পারে।

সোমবার বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজ দফতরে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান। এসময় এনবিআরের প্রথম সচিব খন্দকার খুরশীদ কামালসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।