কাতারের ওপেক ছাড়ার কারন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৪ ১৫:২৫:১২
এমনিতেই সৌদি জোটের অবরোধে কোণঠাসা মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল ও তরল গ্যাস রফতারিকারক দেশ কাতার।
তার ওপর সম্প্রতি তেলের উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে দিয়েছে রাশিয়া ও সৌদি আরব। এ কারণে হতাশ হয়ে ওপেক ছেড়েছে কাতার। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি হোসেইন কাজেমপুর আরদেবিলি এ কথা বলেন।
তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা- ওপেক থেকে কাতার নিজে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেছে ইরান।
কাতার গত সোমবার হঠাৎ ঘোষণা দেয়, ১ জানুয়ারি থেকে দেশটি ওপেক থেকে বেরিয়ে যাবে।
ইরান বলছে- কাতার হতাশ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা তাদের এ হতাশা উপলব্ধি করি। ওপেকের বহু সদস্য সৌদি আরব ও রাশিয়ার পক্ষ থেকে তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে হতাশ হয়েছে।
ওই দুই দেশ গত মে মাস থেকে উল্লেখযোগ্য মাত্রায় তেলের উৎপাদন বাড়িয়ে দিয়ে তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ ডলার কমিয়ে দিয়েছে।