বিক্রেতা সংকটে হল্টেড ৬ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৫ ১৩:১১:৩১
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৬ কোম্পানি। কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- আর এন স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তুং হাই নিটিং, সিএনএ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আর এন স্পিনিংয়ের ক্রেতার ঘরে ৯ লাখ ৫২ হাজার ১১৭টি শেয়ার ৯.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ০.৯০ টাকা বেড়ে সর্বশেষ ৯.৯০ টাকায় লেনদেন হয়।
ফারইস্ট ফাইন্যান্সের ক্রেতার ঘরে ১৭ হাজার ২৩৬টি শেয়ার ৫.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ০.৫০ টাকা বেড়ে সর্বশেষ ৫.৫০ টাকায় লেনদেন হয়।
ফ্যামিলি টেক্সের ক্রেতার ঘরে ১ লাখ ৪৩ হাজার ৭৬টি শেয়ার ৫.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৮০ শতাংশ বা ০.৫০ টাকা বেড়ে সর্বশেষ হাজার ৫.৬০ টাকায় লেনদেন হয়।
অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ১৯ লাখ ৫৭ হাজার ৭৪৫টি শেয়ার ১০.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ০.৯০ টাকা বেড়ে সর্বশেষ ১০.১০ টাকায় লেনদেন হয়।
তুং হাই নিটিংয়ের ক্রেতার ঘরে ১ লাখ ৯৯ হাজার ৫৭৮টি শেয়ার ৪.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৮৮ শতাংশ বা ০.৪০ টাকা বেড়ে সর্বশেষ ৪.৯০ টাকায় লেনদেন হয়।
সিএনএ টেক্সটাইলের ক্রেতার ঘরে ২ লাখ ৪২ হাজার ১৪টি শেয়ার ৪.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৬৯ শতাংশ বা ০.৩০ টাকা বেড়ে সর্বশেষ ৪.২০ টাকায় লেনদেন হয়।
সান বিডি/এসকেএস