২৩ লাখ শেয়ার বেচবে ড্রাগন সোয়েটারের পরিচালক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৫ ১৫:১৯:২০
শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামরুস সোবহান ২৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক মোস্তফা কামরুস সোবহানের কাছে ড্রাগণ সোয়েটারের ৩ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৮২২টি শেয়ার রয়েছে। এরমধ্য থেকে তিনি ২৩ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি সম্পন্ন করবেন।
উল্লেখ্য বুধবার (০৫ ডিসেম্বর) লেনদেন শেষে ড্রাগণ সোয়েটারের শেয়ার দর দাড়িঁয়েছে ২৬.৭০ টাকায়।