৫৪৩ প্রার্থীর আপিলের শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৬ ১১:০১:৫৭
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলকৃতদের আপিলের শুনানি শুরু হচ্ছে আজ। ধারাবাহিকভাবে এ শুনানি চলবে আগামী শনিবার পর্যন্ত।
প্রার্থীতা ফিরে পেতে ৭৮৬ জন মনোনয়নপত্র বাতিল করাদের মধ্যে আপিল করেছেন ৫৪৩ প্রার্থী। তাদের শুনানি শুরু হচ্ছে আজ।
অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত মেনে নিয়ে আর আপিল করেননি ২৪৩ প্রার্থী।
গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী তিন দিনে এই আপিলগুলোর শুনানি হবে এবং নিষ্পত্তি করা হবে।
বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে শনিবার।