রাজধানীর উত্তরখান বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৬ ১২:১৫:৩২


রাজধানীর উত্তরখানের আটিপাড়া বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস।

এ প্রসঙ্গে উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কিছু টিনের ঘর ও একটি আসবারের দোকান পুড়ে গছে।

তবে আগুন লাগার কারণ এখন জানা যায়নি।