আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৮ ১০:৪৯:১৬
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে শুরু করেছে। সর্বশেষ কার্যদিবসের শুরুতে যুক্তরাষ্ট্রে মূল্যবান ধাতুটির স্পটমূল্য বেড়ে পাঁচ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স।
সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ ডলার ৩৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি। দিনের শুরুতে মূল্যবান ধাতুটির স্পটমূল্য আউন্সপ্রতি ১ হাজার ২৪৪ ডলার ৩২ সেন্টে উঠেছিল। চলতি বছরের ১৭ জুলাইয়ের পর এটাই স্বর্ণের সর্বোচ্চ স্পটমূল্য। গতকাল ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬ ডলার ৪০ সেন্টে।