ক্রাউন সিমেন্টের বার্ষিক সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৮ ১১:১১:৫৯
মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) কারখানা প্রাঙ্গণে বৃহস্পতিবার কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকদের পুনর্নিয়োগ, স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ এবং চলতি হিসাব বছরের জন্য বহির্নিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ অনুমোদিত হয়।
ক্রাউন সিমেন্টের এমডি আলহাজ মো. খবিরউদ্দিন মোল্লা, এএমডি মো. আলমগীর কবির ও মোল্লা মোহাম্মদ মজনু, পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা ও আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালক গোলাম মোহাম্মদ ও প্রফেসর ডক্টর শেখ শামশুদ্দিন আহমেদ, উদ্যোক্তা মো. আব্দুল আহাদ, সিইও মাসুদ খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।