ওয়ানডে সিরিজের সময় সূচি
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৮ ১২:৩২:৪২
চলতি বছরের জুলাই-আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। ওই সিরিজে ছিল দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের দুই টেস্টে হারলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ২-১, ২-১ ম্যাচে সিরিজ জিতেই দেশে ফেরে টাইগাররা।
ফিরতি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ক্যারিবীয়রা। টেস্ট সিরিজ এরই মধ্যে ২-০ তে জিতে সফরকারীদের ‘বাংলাওয়াশ’ সাকিব আল হাসানের দল।
এবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শুরু হচ্ছে ২০১৮ সালের শেষ ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের পর রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ডিসেম্বর রোববার শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। দুই দিন পর ১১ তারিখ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি গড়াবে একই ভেন্যুতে। সিরিজের শেষ ম্যাচটি আয়োজন করা হবে ১৪ ডিসেম্বর শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তিনটি ওয়ানডে ম্যাচই দিবা-রাত্রির। শুরু হবে দুপুর ২টা থেকে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে
৯ ডিসেম্বর (রোববার), শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
দ্বিতীয় ওয়ানডে
১১ ডিসেম্বর (মঙ্গলবার), শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
তৃতীয় ওয়ানডে
১৪ ডিসেম্বর (শুক্রবার), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।