আম্বানির মেয়ের বিয়েতে হাজির হিলারি ক্লিনটন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৯ ১০:৪৪:২৫


বিয়ে হচ্ছে অম্বানী কন্যার। সেই উপলক্ষে জমজমাট উদয়পুর। মায়ানগরীর ছোট বড় প্রায় সব তারকাই ভিড় জমাতে শুরু করেছেন সেখানে। বাদ যাননি ক্রিকেটাররাও। এমনকি বিদেশ থেকেও অতিথিরা আসতে শুরু করেছেন।
আগামী ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আম্বানি কন্যা ইশা আম্বানি। শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ইশা।
এর আগে ৮ ও ৯ ডিসেম্বর দুই পরিবার মেতে উঠবে প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। শনিবার বিকাল পাঁচটা থেকেই অতিথিরা আসতে শুরু করেন। অতিথি তালিকায় সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল তখনও। অনুষ্ঠানে হাজির হন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি এবং ওবামা সরকারের বিদেশ সচিব হিলারি ক্লিন্টন।
উদয়পুর বিমানবন্দরের বাইরে তখন ভিড় উপছে পড়ছে। তারকাদের একঝলক দেখা পেতে হাজির ছিলেন বহু মানুষ। ঠিক সেই সময়ই দেহরক্ষীদের সঙ্গে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন হিলারি ক্লিন্টন।
অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে এমব্রয়ডারি করা মেরুন কুর্তি এবং কালো ট্রাউজার ছিল তার পরনে। চোখে ছিল কালো চশমা। তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন খোদ অাম্বানী দম্পতি মুকেশ এবং নীতা।