চাকা খুলে পুলিশ বাস গাছের সাথে ধাক্কা, আহত ২০
জেলা প্রতিনিধি আপডেট: ২০১৮-১২-০৯ ১১:৩৪:০২
গতকাল ঝালকাঠির রাজাপুরে পুলিশের একটি বাস সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার রাত ১০ টার দিকে নৈকাঠি এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, ফায়ারিং শেষে খুলনা থেকে পুলিশের ৩৬ সদস্য নিয়ে ফিরছিলো বাসটি। পথে নৈকাঠি এলাকায় সামনের একটি চাকা খুলে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এসআই আক্তার, এসআই হাফিজ, নারী কনেস্টবল মাহফুজা, হাফিজা, শাহনাজ, লিমা, আফরোজা, সুরমা, মরিয়ম, ময়না, মনিয়া, তামান্না, শামিমা, সুরাইয়া, তন্নিসহ অন্তত ২০ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের ১৪ জনকে বরিশাল শেবাচিম হাসাপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন।
আহতরা জানায়, বেকুটিয়া ফেরিতে ওঠার সময় বাসে ত্রুটি দেখা দেয়। তখন গাড়ির সামনের চাকার নাট লাগালেও তাতে ত্রুটি থেকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।