যারা হলেন চাঁদপুরে ধানের চাষী

আপডেট: ২০১৮-১২-০৯ ১৭:১৮:৩৪


চাঁদপুরের পাঁচটি আসনের বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হলেন- চাঁদপুর-১ আসনে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশারফ হোসেন।

চাঁদপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জালাল উদ্দিন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর-৪ আসনে শিল্পপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নান।

চাঁদপুর-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরবর্তীতে শনিবার (০৮ ডিসেম্বর) বিকেলে বিএনপির গুলশান কার্যালয় থেকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ঘোষণা আসে।

প্রসঙ্গত, প্রথমে চাঁদপুর জেলার পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় ১৫ জনকে। এর মধ্যে চাঁদপুর-১ আসনে ৩ জন, চাঁদপুর-২ আসনে ২ জন, চাঁদপুর-৩ আসনে ৪ জন, চাঁদপুর-৪ আসনে ৩ জন, চাঁদপুর-৫ আসনে ৩ জন। প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এ ১৫ জনের মধ্যে ১২ জন বিএনপি নেতা হলেও বাকি তিনজন নাগরিক ঐক্য, জাতীয় পার্টির (কাজী জাফর) ও এলডিপির নেতা।