জোড়া গোলে পেলের মন্তব্যের জবাব দিলেন মেসি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৯ ২০:১২:০৬
লিওনেল মেসি এবার ব্যালন ডি’অর বাছাইয়ে সেরা তিনে জায়গা পাননি। এজন্য বার্সেলোনা শিবিরে হতাশার শেষ নেই। শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ফ্রি-কিক থেকে মেসি জোড়া গোল করার পর নতুন করে ক্ষোভটা উগরে দিলেন জর্ডি আলবা।
এছাড়া সম্প্রতি মেসির দক্ষতা নিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
মেসির মত একজন ব্যালন ডি’অর বাছাইয়ের পাঁচ নম্বরে থাকবেন, আলবা সেটা কোনোভাবেই মানতে পারছেন না। তার কাছে এই পুরস্কার মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার ৪-০ গোলের জয়ের পর এই স্প্যানিশ ডিফেন্ডার বলেছেন, ‘সবাই জানে মেসি বিশ্বের সেরা ফুটবলার। ব্যালন ডি’অর তো একটা মিথ্যাচা! ক্রিশ্চিয়ানো রোনালদো যদি রিয়ালে থাকত, তবে সেই জিতত পুরস্কারটা। এখন ক্রিশ্চিয়ানো নেই… মদ্রিচ জিতেছে।’
মেসির দক্ষতা দিয়ে পেলে বলেছিলেন, ‘মেসির কেবল একটাই স্কিল। ও বাম পা ছাড়া খেলতে পারে না। হেডে একেবারে দুর্বল।’ ব্রাজিলিয়ান কিংবদন্তির মন্তব্যের জবাব এভাবে দিয়েছেন আলবা, ‘পেলে বোধ হয় চোখে ভালোভাবে দেখতে পান না। যদি দেখতে পারতেন, তবে এই কথা বলতেন না।’