ট্রাম্পকে ফ্রান্সের ‍হুঁশিয়ারি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১০ ১১:৪৫:১২


ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাক গলানো উচিত নয়। প্যারিসে দাঙ্গার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে টুইট করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

ফ্রান্সে জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। শনিবারও বিক্ষোভকারীদের সঙ্গে প্যারিস ও অন্যান্য শহরে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে, গাড়িতে আগুন দেয় এবং দোকানপাট ও রেস্টুরেন্টে ভাংচুর করে।

ট্রাম্প তার টুইটারে লিখেন, প্যারিসের জন্য প্যারিস সমঝোতা খুব একটা কাজে আসছে না। ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও দাঙ্গা হচ্ছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান এলসিআই টেলিভিশনে বলেন, ‘আমাদের জাতিকে একা ছেড়ে দিন।’

তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে নিয়ে মাথা ঘামাই না এবং আমরা চাই এটা পারস্পারিক হোক।

লে দ্রিয়ান বলেন, ‘আমরা ট্রাম্পকে চাই’ স্লোগান দিতে থাকা ব্যক্তিদের যে ছবি যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়েছে তা ট্রাম্পের লন্ডন সফরের সময় তোলা হয়েছিল।

এর আগে বিভিন্ন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেছেন ট্রাম্প। বিশেষ করে জলবায়ু ও প্রতিরক্ষা নীতি এবং কম জনপ্রিয়তা নিয়ে ম্যাক্রোঁকে কটাক্ষ করতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট।