বুধবার থেকে প্রচারণায় নামবেন শেখ হাসিনার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-১০ ১৪:১০:১৩
আগামী বুধবার থেকে আওয়ামী লীগ সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শুরুতে বুধবার গোপালগঞ্জ সফর করবেন তিনি। এরপর নির্বাচনী প্রচারের কাজে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এসব কথা জানান।
নানক বলেছেন, বুধবার সকালে শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নির্বাচনী প্রচারণা শুরু করবেন।