ভারতের পুঁজিবাজারে হোঁচট খেল বাটা সু
প্রকাশ: ২০১৫-১১-০৫ ১৯:৩৪:৫৪
ভারতের পুঁজিবাজারে হোঁচট খেয়েছে ফুটওয়্যার খাতের কোম্পানি বাটা ইন্ডিয়া। আজ বৃহস্পতিবার একদিনেই কোম্পানিটির শেয়ারের দর ৪ শতাংশ পড়ে যায়। এদিন সবশেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানিটি শেয়ারের দাম কমে অবস্থান করে ৪৬৮ রুপিতে।
দেশটির একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় বেশি পরিমাণে নিট মুনাফা ঘরে তুলেছে বাটা। তবে এই মুনাফা অর্জনে শ্লথ গতির কারণে কোম্পানিটি ধাক্কা খেয়েছে পুঁজিবাজারে। এ প্রান্তিকে কোম্পানিটি নিট মুনাফা করেছে ৫৪ কোটি রুপি। গত বছরের একই সময়ে যা ছিল ৩৯ কোটি রুপি।
ইন্ডিয়াইনফোলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল বোম্বে স্টক এক্সচেঞ্জে বাটা ইন্ডিয়ার শেয়ারের সর্বশেষ দর ছিল ৪৮৫.৯৫ রুপি। আজ তা প্রায় ২০ রুপি পর্যন্ত কমে অবস্থান করে ৪৬৬ রুপির নিচে। এদিন লেনদেনের শুরুতে দাম ছিল ৪৬৮ রুপি। একপর্যায়ে তা ৪৭৩ রুপি পর্যন্ত ওঠে। কিন্তু পরে তা আবার ৪৬৪ রুপিতে গিয়ে ঠেকে।
এদিকে বিহার নির্বাচনে এক্সিট পোলের ফলাফল সামনে রেখে আজ পুঁজিবাজারের সূচক ছিল নিম্মমুখী। এদিন সেনসেক্স ও নিফটি উভয় সূচকই পতনের মধ্য অবস্থান করছিল। বিকেল সাড়ে ৩টার দিকে বিএসই সেনসেক্স .৯৪ শতাংশ কমে অবস্থান করে ২৬ হাজার ৩০৪.২০ পয়েন্টে।
তবে এর কোনো প্রভাব পড়েনি বাংলাদেশের বাজারে। এদিন ডিএসইতে বাটাসু সর্বশেষ লেনদেন করে ১ হাজার ৩৪০ টাকা দরে। গতকাল কোম্পানিটির সর্বশেষ লেনদেন ছিল ১ হাজার ৩৩৬ টাকা ৪০ পয়সা।