আগুন লেগেছে সায়হাম টেক্সটাইলের গুদামে

জেলা প্রতিনিধি আপডেট: ২০১৮-১২-১১ ১১:৩৭:৪৪


পুঁজিবাজারের তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইল মিলসের গুদামে আগুণ লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। কারখানাটি হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত।

ক্ষয়ক্ষতির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে এখনও কোনো কথা বলা যায়নি। তবে আসলে কত ক্ষতি হয়েছে জানতে একটু সময় লাগবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, রাত ১টার দিতে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি।

এ বিষয়ে কোম্পানি সচিব নেয়ামত উল্লাহ সানবিডিকে বলেন, কারখানার গুদাম ঘরে আগুণ লেগেছে। তবে কত টাকার আর্থিক খতি হয়েছে, তা জানতে একটু সময় লাগবে।