নওগাঁয় দীপন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আপডেট: ২০১৫-১১-০৫ ১৯:৫১:৪৪


SAMSUNG CAMERA PICTURES

নওগাঁয় লেখক প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০৪ নভেম্বর বিকেল ৫টায় জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ’র আয়োজনে নওগাঁ ব্রীজ মোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ’র আহবায়ক বিন আলী পিন্টুর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ এর যুগ্ম আহবায়ক আলিমুর রেজা রানা, জহির রায়হান চলচ্চিত্র সংসদ এর সদস্য সচিব রহমান রায়হান, বাসদ নওগাঁ জেলা স্বমন্বায়ক জয়নাল আবেদিন মুকুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জয়ন্ত বর্মন, চন্দন কুমার সাহা, নিতাই সাহা সহ অন্যন্য ব্যক্তিবর্গ।

বিদ্যা নিকেতন সাপাহার নওগাঁর সভাপতি আলতাফুল হক চৌধুরীর (আরব) পৃষ্ঠপোষকতায় সংগঠনটির এই কর্মসূচীতে বিভিন্ন বক্তারা তাঁদের বক্তব্যের মাধ্যমে লেখক প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাসহ সকল মুক্তমনা লেখকদের হত্যার বিচার দাবি করেন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের নিশ্চয়তার দাবী করেন।

সানবিডি/ঢাকা/রাআ/আরমান