প্রধানমন্ত্রীর গাড়িবহর টুঙ্গিপাড়ার পথে

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১২ ১০:১১:১৪


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করতে টুঙ্গীপাড়ার উদ্দ্যেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রচারণার কাজ শুরু করবেন শেখ হাসিনা।

আজ সকাল ৮টা ২৩ মিনিটে গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দ্যেশে রওয়ানা হয় শেখ হাসিনার গাড়িবহর।

কোটালীপাড়ায় এক নির্বাচনী জনসভায়  আজ ভাষণ দেবেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভাকে কেন্দ্র করে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।  উৎসবের আমেজ বিরাজ করছে।