নোয়াখালী ও ঠাকুরগাঁওয়ে ঘটনা অনাকাঙ্খিত: সিইসি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১২ ১৩:৪৬:৪২


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, গতকাল (মঙ্গলবার) নোয়াখালী ও ঠাকুরগাঁওয়ে সহিংসতার ঘটনা অনাকাঙ্খিত।

বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, ‘গতকাল মঙ্গলবার আমরা আনন্দের সঙ্গে বলেছিলাম দেশে নির্বাচনের হাওয়া বইছে। দেশে নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। কিন্তু গতকাল দুটো অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। নোয়াখালীতে যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। আর ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা অনাকাঙ্খিত। এ ঘটনায় আমরা অত্যান্ত বিব্রত।’

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, যেকোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক মূল্যবান। ৩০০ আসনের নির্বাচনের চেয়ে একটা মানুষের জীবন অনেক মূল্যবান। এই সহিংসতা ও জীবনহানি কাম্য হতে পারে না। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসতায় পরিণত না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সবাইকে সহনশীলতা বজায় রেখে কাজ করতে হবে। নির্বাচন কমিশন চাই না কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটুক।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী।