সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ পথচারীর

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১৩ ১২:২৪:২৪


ময়মনসিংহ সদরের জামতলা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিনজন হলেন- ত্রিশাল উপজেলার জাকির হোসেন (৩০), তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল খালেক (২৮) এবং একই উপজেলার শহীদ (৩০)।

কোতয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ওই চারজন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার জামতলা এলাকা দিয়ে কাজের উদ্দেশে বাইপাস মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন ও আব্দুল খালেক মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে শহীদ মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের গিয়ে যানবাহন চলা স্বাভাবিক করে।