হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে নিহত দুই ট্রেনযাত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১৪ ১০:৪৬:৩০
পাবনার ঈশ্বরদীতে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া অপর একজন আহত হয়ে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার ভোরে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি হার্ডিঞ্জব্রিজ অতিক্রম করার সময় ছাদে থাকা যাত্রীদের মধ্যে ওই তিনজন আঘাতপ্রাপ্ত হন। তারা গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান।
অপরদিকে ব্রিজের ভেড়ামারা প্রান্তে ৭ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিজের উপর থেকে ছিটকে পড়া যাত্রী হাকিম (১৭) ও রবিউল (২০) মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রী শান্ত (১৯) আহত অবস্থায় এখন ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত হাকিম বগুড়া জেলার শৈলগাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং রবিউল শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে।
বিজয় দিবসের ছুটিসহ টানা তিনদিন ছুটি থাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে প্রচুর যাত্রী বাড়ির দিকে যাচ্ছিলেন। অনেকে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে ভ্রমণ করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন।