ড. কামালের গাড়িবহরে হামলার অভিযোগ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-১৪ ১২:৫৩:৩০
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।শুক্রবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
হামলায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আজ সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান।তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বের হওয়ার পর গাড়িতে উঠা মাত্র অতর্কিত হামলা চালায় একদল যুবক।
তারা ইট পাটকেল ছোড়ে ও লাঠিশোটা নিযে হামলা করে। এতে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন আহত হন।
গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম জানান, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে মেইন গেটে আসলে ড. কামাল হোসেনের গাড়িবহরে হঠাৎ হামলা চালানো হয়।
এজন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেন লতিফুল বারী। বলেন, হামলায় কামাল হোসেনের গাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের পেছনে থাকা ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০-১২ জন আহত হন।
এ বিষয়ে বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন পল্টনে ব্রিফ করবেন বলে জানান শায়রুল কবির খান।