রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১৫ ১০:৫৭:৪৬
ঐক্যফ্রন্ট আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে । ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিবর মির্জা ফখরুল ইসলামসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার সাক্ষরিত একটি চিঠি ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার একথা জানিয়েছেন।