জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-১৭ ১০:২০:৩৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার আজ সোমবার ঘোষণা করা হবে।
আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এ ইশতেহার ঘোষণা করা হবে।
নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড. নুরুল আমিন বেপারী প্রমুখ।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়কারী লতিফুল বারি হামিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গেল বুধবার পূর্বাণীতে ইশতেহার প্রকাশের তথ্য জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারী মোস্তফা মহসিন মন্টু ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেন। চিঠিতে বলা হয়- আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে।