ব্যাটে ঝড় তুলছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৮-১২-১৭ ১৫:৩৯:২৫


ব্যাট হাতে প্রথমে মামুলি সংগ্রহ করে বাংলাদেশ। সংগ্রহটা মামুলি বানিয়ে ফেলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে দুই ওপেনারের ঝড়। পরে শাই হোপের তান্ডবে কাঁপন ধরেছে বাংলাদেশ বোলারদের। সর্বশেষ খবর পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

এ ম্যাচে দলের হয়ে তৃতীয় দ্রুততম টি-২০ ফিফটি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার শাই হোপ। তিনি ফিরেছেন ২৩ বলে ৫৫ রান করে। পরে নিকোলাস পরান ২০ রান ব্যাট করছেন। তার সঙ্গী কেমো পল। এছাড়া ওপেনার এভিন লুইস ১৮ রান করে আউট হন।

এর আগে বাংলাদেশ দল ছয় বল হাতে রেখে ১২৯ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ বলে ৬১ রান করে ফেরেন। এছাড়া আরিফুল হক করেন ১৭ রান। মাহমুদুল্লাহ ১২ রান করে ফেরেন। বাংলাদেশের অন্য কোন ব্যাটসম্যান ১০ রানের কোটায় উঠতে পারেনি।