প্রিয় স্মার্টফোন হ্যাকারদের হাত থেকে বাঁচানোর ৬টি টিপস!

প্রকাশ: ২০১৫-১১-০৫ ২২:২২:২৩


smartphones-0jpg-09fa3fec2e4c4c4eআপনি অবশ্যই স্মার্টফোন ব্যবহার করেন? আপনি কি জানেন একটু খানি অসাবধানতার কারনে আপনার প্রিয় স্মার্টফোন টি হ্যাক হতে পারে এবং আপনার সব মূল্যবান ব্যক্তিগত তথ্য অসাধু লোকের হাতে চলে যেতে পারে।

এমন পরিস্থিতিতে যাতে আপানাকে আর না পড়তে হয় সে জন্যই আজকের এই টিপস-

  • ফোনে ব্যবহৃত সকল সফটওয়্যার আপটুডেট রাখবেন, যখন যে আপডেট আসবে সাথে সাথে দিয়ে নিবেন।
  • প্রয়োজনীয় সকল তথ্যর ব্যাকআপ রাখবেন। যেমন, ফোন বুক, ম্যাসেজ, গ্যালারি, ইত্যাদি।
  • আজে বাজে কোন স্থান থেকে অ্যাপ ডাউনলোড করবেন না, আমদের একটি কমন সমস্যা হল এমন অনেক সাইট আছে যারা পেইড অ্যাপ আপনাকে ফ্রিতে অফার করবেন। এমন কিছুর লোভ আসলেই সামলানো মুশকিল। যদি ভালো চান দূরে থাকুন, অন্যথায় ডাউনলোডের আগে ভালো করে পরিক্ষা করে নিন।
  • গ্যালারি সহ সকল স্পর্শকাতর অ্যাপ বা টুলসে পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার জরুরী, ফ্রিতে অ্যাভাস্ট আমার কাছে ভালোই লাগে।
  • ওয়েবে যেখানে সেখানে লগইন করার আগে নিজের পরিচয়, মেইল আইডি, ফেসবুক, টুইটার আইডি দিয়ে লগইন করার আগে একটু ভালোমতোন দেখে নিন।

সর্বপরি চেষ্টা করুন সেফ থাকার। এছাড়াও কোন লোকেশন যদি আপনাকে ফ্রি ওয়াইফাই কানেকশন অফার করে তবে সেটা সিকিউর কিনে দেখে নিবেন।