’হিলি’ স্থলবন্দরে ন্যাশনাল ব্যাংক এর ২০১তম শাখা’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১৮ ২২:০৫:২৮


আজ ১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার দেশের অন্যতম স্থল বন্দর ’হিলি’তে ন্যাশনাল ব্যাংক লি: এর ২০১তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এর পক্ষে ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান আলী হায়দার মর্তুজা আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

ব্যাংকের হিলি শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, হিলি আমদানী-রপ্তানীকারক গ্রুপ এর সভাপতি হারুন অর রশীদ, স্থানীয় ব্যবসায়ী ও ভবন মালিক মো. আইয়ুব আলী খান এবং ন্যাশনাল ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন প্রামাণিক।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে হিলির মত গুরুত্বপূর্ণ স্থল বন্দরে শাখা খোলার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ন্যাশনাল ব্যাংক লিঃ এর হিলি শাখা, বন্দরের ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির পক্ষে আলী হায়দার মর্তুজা বলেন, ন্যাশনাল ব্যাংক এর মাননীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জয়নুল হক সিকদার এর নির্দেশনায় হিলি স্থল বন্দরের গুরুত্ব বিবেচনায় এবং এখানকার ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে ব্যাংক এই শাখা খুলতে পেরে আনন্দিত। তিরি আরও বলেন, ন্যাশনাল ব্যাংক আধুনিক এবং গুণগত সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

একই সাথে হিলি স্থল বন্দর দিয়ে ভারতে যাতায়াতকারীদের সুবিধার্থে হিলি শাখার সাথেই একটি আধুনিক লাউঞ্জ এরও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক দিনাজপুর, জয়পুরহাট, বিরামপুর শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন হিলি শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ।