বেড়েছে স্টক ব্রোকারের প্রভিশনের মেয়াদ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৯ ১৬:৫৫:৩৯
স্টক ব্রোকার/স্টক ডিলারদের নিজস্ব ও গ্রাহকদের পোর্টফোলিওতে পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে রক্ষিতব্য প্রভিশনের মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ট্রেকহোল্ডার ও ডিলারদের আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশনের জন্য ঐচ্ছিক সুবিধা পাবে।
বুধবার অনুষ্ঠিত বিএসইসি’র কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। বাজার পরিস্থিতির উন্নতি না হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠানই নির্দেশনা অনুযায়ী সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে। মার্জিন ঋণ সংকটের কারণে চলতি বছরও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের লোকসানে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে আবারও সঞ্চিতি সংরক্ষণের জন্য সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
সান বিডি/এসকেএস