এমন সাফল্য কল্পনাও করেননি মেসি
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২০ ১৫:০৪:১৭
পুরস্কারে প্লাবিত লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে সাফল্যের সমুদ্রে সাঁতার কাটছেন।এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০০৬ সালের পর এই প্রথম ব্যালন ডি’অরের সেরা তিনে তার অনুপস্থিতি তাই বিস্মিত করেছে অনেককে।
বার্সেলোনার কোপা দেল রে ও লা লিগা জয়ে বড় অবদান রেখেছেন। ৩৬ ম্যাচে ৩৪ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি ও ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শু দুটোই জেতেন ৩১ বছর বয়সী মেসি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে সর্বোচ্চ পাঁচবার ইউরোপের লিগগুলোয় সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়েন মেসি। চারটি গোল্ডেন শু’র মালিক রোনাল্ডো একটি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, তিনটি রিয়ালের হয়ে। মেসির পাঁচটিই বার্সেলোনার হয়ে জেতা।
মঙ্গলবার আনুষ্ঠানি-কভাবে ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার হাতে পাওয়ার পর মেসি বলেন, ‘যখন শুরু করেছিলাম তখন আমি এটা প্রত্যাশা করিনি। পেশাদার ফুটবলার হিসেবে আমার স্বপ্ন ছিল ফুটবলে সফল হওয়া। আমি আমার চেষ্টা, কাজ সতীর্থদের সঙ্গ উপভোগ করি। বিশ্বের সেরা দলে খেলি। আমার সতীর্থরা তাদের নিজ নিজ পজিশনে বিশ্বসেরা। এটাই এই পুরস্কার পেতে সহায়তা করেছে।’
মেসি যোগ করেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে আমি শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করছি। একেকটা বছর কাটছে এবং আমি নিজের যত্ন নেয়ার চেষ্টা করছি। যেমনটা আমি আমার পুরো ক্যারিয়ারজুড়ে করেছি।’
সানবিডি/এনজে