সমতার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২০ ১৬:৪৪:৩৬
আজ বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারী উইন্ডিজ।সিরিজে সমতায় ফেরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ। । মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজ।
দিবা-রাত্রির এই ম্যাচ বাংলাদেশের জন্য ‘মাস্ট উইন’। কারণ সিলেটে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে বড় হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। ওই ম্যাচে সফরকারী পেসারদের শর্ট বলের সামনে অসহায় হয়ে পড়েছিল তামিম-মুশফিক-সৌম্যরা।
সিরিজে ফিরতে বাংলাদেশ অনুপ্রেরণা নিচ্ছে উইন্ডিজের বিপক্ষ সর্বশেষ টি-টোয়ন্টি সিরিজ থেকে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে প্রথম ম্যাচ হারের পর দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ।
উল্লেখ্য, গত আড়াই বছর ধরে মিরপুর শের-ই-বাংলায় কোনো টি-টোয়েন্টি জিততে পারেনি টাইগাররা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মিরপুরে সর্বশেষ বাংলাদেশ জয় পেয়েছিল ২০১৬ সালের ২ মার্চ।
এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে। এই ভেন্যুতে বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। যাতে হারতে হয়েছে ৬ উইকেটে।
সানবিডি/এনজে