আমি আবার বিয়ে করব : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৮-১২-২১ ১৫:০০:৫২


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে কে হচ্ছেন নতুন সেই ফার্স্টলেডি তা খোলাসা করেননি তিনি। গতকাল বৃহস্পতিবার বৈদেশিক সম্পর্ক এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন আভাস দেন পুতিন। খবর রয়টার্সের
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৬ বছর বয়সী পুতিন নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কঠোর গোপনীয়তা বজায় রাখেন। তবে সংবাদ সম্মেলনে বিয়ে নিয়ে করা সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন সহাস্যে। পুতিন বলেন, ‘একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে কিছু কারণে আমি আবার বিয়ে করব।’
১৯৮৩ সালে লুদমিলা পুতিনাকে বিয়ে করেন রুশ প্রেসিডেন্ট। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পুতিন ও লুদমিলার দুই মেয়ে। তারা হলেন ক্যাটরিনা ও মারিয়া। দুজনের বয়সই ৩০ বছরের কাছাকাছি। তবে ক্যাটরিনা ও মারিয়া কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন। এ ছাড়া তাদের সে রকম পরিচিতিও নেই।
লুদমিলার সঙ্গে বিচ্ছেদের পর থেকে পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। রাশিয়ার একটি পত্রিকার খবরে বলা হয়েছে, অলিম্পিকের সাবেক জিমন্যাস্ট অ্যালিনা কাবেভার সঙ্গে পুতিনের সম্পর্ক রয়েছে। তবে পুতিন এই গুজব উড়িয়ে দিয়েছেন।