তাপস সরকার অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক পদে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২২ ১০:৩৯:১৭


অগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সার্কেল সচিবালয়ের উপমহাব্যবস্থাপক তাপস সরকার সম্প্রতি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি লাভ করে মহাব্যবস্থাপকের সচিবালয়ে যোগদান করেছেন।

তাপস সরকার ১৯৮৩ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে পরিচালিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক, বিভিন্ন করপোরেট শাখার প্রধান ও চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলেরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণকারী তাপস সরকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। তিনি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। শ্রীলংকায় ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্সের ওপর অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সেও অংশগ্রহণ করেন তিনি।