প্রধানমন্ত্রী রংপুরে যাবেন আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১০:৩০:০৭


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রংপুরে দুটি ভাষণ দেবেন। এ উপলক্ষে রংপুরে সাজসজ্জা ও শুভেচ্ছা সম্বলিত পোস্টার ব্যানারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
রোববার সকাল ১০টায় প্রথম জনসভা অনুষ্ঠিত হবে তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে। দ্বিতীয়টি, দুপুর ২টায় উপজেলা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জনসভায় আওয়ামী লীগের জাতীয়, মহানগর ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা অংশ নেবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া আগামীকাল সোমবার সকাল ১১টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নির্বাচনী প্রচারযুদ্ধে নামেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন যাত্রাপথে তিনি রাজবাড়ী জেলার ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ডের পথসভায় বক্তব্য রাখেন।
২২ ডিসেম্বর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নির্বাচনী জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা। ২১ ডিসেম্বর গুলশান ইয়থ ক্লাব মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেন তিনি। এছাড়া শনিবার দুপুর আড়াইটায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় যোগ দেন শেখ হাসিনা।