মেসি-দেম্বেলের গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১২:৫৯:৩৭


লা লিগার ম্যাচে সেল্টা ডি ভিগোকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর এ ম্যাচে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন লিওনেল মেসি। একটি গোল করার পাশাপাশি অন্য গোলে অবদান রাখেন তিনি।

শনিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। মেসির সহযোগিতায় সুযোগ বুঝে গোলটি করেন উসমান দেম্বেলে। বিরতির ঠিক আগে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। জর্দি আলবার পাস থেকে নিচু শট নিয়ে লিগে ১৫তম গোলটি করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান মজবুত করলেন তিনি।

এদিকে এখন পর্যন্ত লিগে ১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৩৭। অ্যাতলেটিকো মাদ্রিদ ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৯।