চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে হচ্ছে ১০০ মেগাওয়াটের পাওয়ার প্লান্ট

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-২৪ ২১:৪৯:০২


চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে হচ্ছে ১০০ মেগাওয়াটের পাওয়ার প্লান্ট। এই খাতে বিনিয়োগ হবে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার। বিষয়টি বাস্তবায়ন করার জন্য জুলস্ পাওয়ার লিমিটেড (জেপিএল) এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

আজ ২৪ ডিসেম্বর, বেজা’র কার্যালয়ে আয়োজিত এ সমঝোতা চুক্তিতে সই করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং জুলস্ পাওয়ার লিমিটেড (জেপিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক নূহের লতিফ খান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়েছে, চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানী খাতে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে জুলস্ পাওয়ার লিমিটেড। এ চুক্তির আওতায় জুলস্ পাওয়ার লিমিটেড চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ১০০ মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে, যার বিনিয়োগ মূল্য প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে একটি মাল্টিপারপাস জেটি এবং ৩৭ কিলোমিটার বিস্তৃত ১৩২ কেভির একটি ট্রান্সমিশন লাইন স্থাপন করবে।

সমঝোতা চুক্তি অনুযায়ী, বেজা কর্তৃপক্ষ জুলস্ পাওয়ার লিমিটেড কে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি বরাদ্দ দিবে। যেখানে প্রতিষ্ঠানটি ১০০ মেগাওয়াটের একটি নবায়নযোগ্য সোলার পাওয়ার প্যানেল সিস্টেম স্থাপন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জুলস্ পাওয়ার লিমিটেড (জেপিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের পরিচালক নূহের লতিফ খান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত এবং বেজা’র পক্ষ হতে এ ধরনের সহযোগিতা আমাদের দেশে শিল্প-কারখানা ও ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জ্বালানী চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, সরকার প্রদত্ত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস (পিপিএ) এবং ইমপ্লিমেনটেশন এগ্রিমেন্ট (আইএ)-থাকার কারণে এ খাতে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা অধিক, যে কারনে এ খাতে নতুন নতুন বিনিয়োগে উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে দেশের সর্বপ্রথম নবায়নযোগ্য সোলার আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) প্রকল্প।

সানবিডি/এনজে