নির্বাচনে মোটরসাইকেল ব্যবহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৫ ১৩:৪৯:৪৫


১৬টি নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার ৪টি আসনে বিচ্ছিন্ন চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার ভোটের সংবাদ ও ভিডিও ফুটেজ ধারণ করতে মোটরসাইকেল ব্যবহারের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টরা এতে অংশ নেন। এসময় মফস্বল সাংবাদিকদের মোটরসাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য নির্বাচন কমিশনের প্রতি তারা অনুরোধ জানান।
মানববন্ধনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টিভির সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, প্রথম আলোর সাংবাদিক সফি খান, ইনডিপেন্ডেন্টের আব্দুল খালেক ফারুক, আরটিভির খন্দকার একরামুল হক সম্রাট, এনটিভির হাসিবুর রহমান হাসিব ও একাত্তর টিভির রাজু মোস্তাফিজ।