সমকামী বিয়ের অনুমতি চায় পিতা-পুত্র!
প্রকাশ: ২০১৫-১১-০৬ ১৫:৩৫:২৯
আইনগত ভাবে তারা বাবা ও ছেলে। বিয়ে করার দাবি নিয়ে তাঁরা এখন আদালতের দ্বারস্থ। কিন্তু, বিয়ের অনুমতি মিলছে না। এমন ঘটনাই ঘটল পেনসিলভেনিয়ায়।
সমকামী বিয়ে আগে নিষিদ্ধ ছিল পেনসিলভেনিয়ায়। কিন্তু, একসঙ্গে থাকতে অনেক সমকামী যুগল একে অপরকে দত্তক নেওয়ার পন্থা অবলম্বন করেছিল। ফলে তাঁরা একজন আরেকজনের ছেলে। এমনটাই করেছিলেন প্রাক্তন শিক্ষক নিনো এসপোসিতো। তিনি রোল্যান্ড ড্রু বোসি-কে দত্তকনিয়েছিলেন ২০১২ সালে। প্রায় ৪০ বছর ধরে সম্পর্কের পর তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, এখন সমকামী বিবাহ আইনি সম্মতি পেয়েছে। তাই তাঁরা এখন নিজেদের আগের পরিচয় থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু তাতে রয়েছে আদালতের বাধা। আদালতের তরফে জানানো হয়েছে দত্তক নেওয় সন্তানকে ফেরৎ দেওয়া প্রতারণার সমান।
এসপোসিতো বলেন, ‘আমরা কখনও ভাবিনি এমন দিন দেখব যখন সমকামী বিবাহ আইনি সম্মতি পাবে।’ ২০১৪ তে সমকামী বিয়ে আইনি স্বীকৃতি পায়।