নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য চায় জাতিসংঘ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৩:৩৭:৪৫


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন ও এর আগে-পরে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এতথ্য জানান।

ওই বিবৃতিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন ও আগে-পরে কর্তৃপক্ষকে সহিংসতা, হুমকি ধামকি ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে; যাতে করে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়।