সভা, সমাবেশ ও মিছিল ১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৮ ১২:০১:০১


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শেষ হয়েছে। একইসঙ্গে আজ সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আইপিও) ৭৮ ধারা অনুযায়ী ভোটের পর আরও দুদিনও একই নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে সব ধরনের সভা-সমাবেশ, নির্বাচনী গণসংযোগ, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের সময় ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে থেকে প্রচার চালানো নিষিদ্ধ ছিল। তবে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধন করে এই সময় ৪৮ ঘণ্টা করা হয়।
গত ১৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের মাধ্যমে রাজনৈতিক দল ও প্রার্থীকে অবহিত করার জন্য বলা হয়।
১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। টানা ১৬ দিন মিছিল, সমাবেশের পাশাপাশি বাড়ি-বাড়ি গিয়ে ভোট চেয়েছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। প্রচারণার মাধ্যমে নির্বাচনে জয়ী হতে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রার্থী ও দলের পক্ষ থেকে।
আগামী রোববার ৩০ ডিসেম্বর সকাল ৮টায় সারা দেশে একযোগে শুরু হবে ভোটগ্রহণ। হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার সংখ্যা হলো ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন, যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ। আর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬, যা মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশ।
চূড়ান্ত হালনাগাদে মৃত ভোটার বাদ দেয়া হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। আর দ্বৈত ভোটার পাওয়া গেছে ২ লাখ ৪ হাজার ৮৩১ জন। এবারে হালনাগাদের আগে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন।