নোয়াখালীতে ভোটকেন্দ্রে গুলিতে আনসার সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-৩০ ১৬:২৩:১০
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় কেন্দ্র দখল নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে নুর নবী হেঞ্জু নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্য নুর নবী হেঞ্জু বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের পশ্চিম জয় নারায়ণপুর আনতির বাড়ির মৃত মতিন মেস্তুরীর ছেলে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হন আনসার সদস্য নুর নবী। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আমিন মোল্লা জানান, গুলিতে আনসার সদস্য নুর নবী মারা যান। তার মরদেহ হাসপাতালে আছে।