শীঘ্রই ঢাকায় আসছেন ডাচ রানী
আপডেট: ২০১৫-১১-০৮ ১৯:১০:৩৪
চলতি মাসেই নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জরিগুইচটা ছিরুটি বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে গণভবনে নেদারল্যান্ডস সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জরিগুইচটা ছিরুটি আগামী ১৬-১৯ নভেম্বর বাংলাদেশ সফর করবেন।
নেদারল্যান্ডসের রানী বাংলাদেশে আসার আগে নেদারল্যান্ডসে তিন দিনের সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিনি এ সফর করেন।
সানবিডি/ঢাকা/রাআ