যুক্তরাষ্ট্রের পথে সাকিব !
আপডেট: ২০১৫-১১-০৮ ১৯:৫৯:১৯
পিতৃত্বকালীন ছুটিতে থাকা সত্ত্বেও দেশের জন্য খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছিলেন তিনি। আগামী ১৫ নভেম্বর সিরিজ শেষ করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিলো তার। কিন্তু সেটি আর হচ্ছে না। মাত্র একটি ম্যাচ খেলেই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হচ্ছে তাকে। আজ রাত নয়টার ফ্লাইটে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তার জায়গায় কাকে দলে নেয়া খেলবে। সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। বাস্তবিক পক্ষে তার জায়গাটা পূরণ করা কঠিন। তারপরও বাস্তবটা মানতে হবে।
বিসিবির পক্ষ থেকে সাকিব আল হাসানের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। এর আগে সৌম্য সরকার ইনজুরিতে পড়ায় তার বদলে দলে জায়গা পান ইমরুল কায়েস। বাংলাদেশ দলের তরুণ উদীয়মান ব্যাটসম্যান এনামুল হক বিজয় এই সিরিজের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে খেলেছেন অলরাউন্ডার নাইম ইসলাম। মাঝে ফর্ম হারানোর কারণে দল থেকে বাদ পড়েন তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো খেলেছেন। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ খেলতে এখন তিনি জিম্বাবুয়ে রয়েছেন।
গত ১ নভেম্বর বিসিবি প্রথম দুটি ওয়ানডে ম্যাচের দল ঘোষণা করেছিলো। সাকিবের বদলে এখন জিম্বাবুয়ে থেকে নাইম ইসলামকে উড়িয়ে আনা হবে না বিজয়কে নেয়া হবে না নতুনদের মধ্য থেকে কাউকে সুযোগ দেয়া হবে তা ঘোষণা আসলেই বোঝা যাবে।
সানবিডি/ঢাকা/রাআ