টাঙ্গাইলে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
|| প্রকাশ: ২০১৫-০৯-২৩ ১১:৫২:০৩ || আপডেট: ২০১৫-০৯-২৩ ১১:৫২:০৩

টাঙ্গাইলের সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের সুদেব ঘটক ও বগুড়ার মোকামতলার বুলবুল হোসেন।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের যাত্রীবাহী বাসটি কান্দিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই লেগুনাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই লেগুনার ৫ যাত্রী আহত। আহতদের টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে: শামীম
-
দিনাজপুরে সড়কে ইউপি সদস্যসহ ৩ জন নিহত
-
ডিসেম্বরে পদ্মা সেতুর রেল সংযোগের উদ্বোধন
-
উত্ত্যক্তের প্রতিকার চেয়ে পুলিশ কর্মকর্তার হাতে ধর্ষণের শিকার কলেজছাত্রী
-
১৭ মে থেকে বেনাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ
-
কসাইয়ের ফ্রিজ থেকে ৮০ কেজি মরা গরুর মাংস জব্দ