বাকি দুই ম্যাচেও সিরিয়াস থাকব: তামিম

আপডেট: ২০১৫-১১-০৮ ২১:৫০:১৬


Bangladesh cricketer Tamim Iqbal plays a shot during the first one-day international (ODI) match between Bangladesh and Zimbabwe at the Sher-e Bangla National Stadium in Dhaka on November 7, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

কাল জিম্বাবুয়েকে হারাতে পারলে দেশের মাটিতে টানা পাঁচটি ওডিআই সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এর আগে পরপর জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই আগামীকালের ম্যাচে বেশ সতর্ক থাকতে চায় টাইগাররা। শনিবার মিরপুরে অনুশীলনের আগে এমন লক্ষ্যের কথায় জানিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যেকোনও সিরিজের প্রথম ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ক্রিকেটাররা একটু দ্বিধায় থাকে, একটু নার্ভাস থাকে। প্রথম ম্যাচের ফলাফল যাদের পক্ষে যায়, তাদের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সেই আত্মবিশ্বাস আমাদের আছে। আমরা জানি পরের দুটি ম্যাচ জিততে হলে সমানভাবে পরিশ্রম করতে হবে, শুরুটা ভালো করতে হবে; ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে। আমরা এভাবে এগুনোর চেষ্টা করবো।’

প্রথম ম্যাচে জয় পাওয়া এতটা সহজ হবে ভাবেননি তামিম। তবে পরের ম্যাচগুলোতে জয় সহজ নাও হতে পারে বলে মনে করেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার, ‘এতো সহজে জিততে পারবো, এটা আমরা ভাবিনি। ম্যাচে আগেই আমরা একটা বিষয় জানতাম যে, সফরকারীদের বিপক্ষে কষ্ট করেই জিততে হবে। আমাদের চিন্তা ছিল সঠিক পথে থাকা, ভাবনায় সঠিক থাকা। মাঠে নামবো, খেলবো আর জিতে যাবো; এ রকম কিছু কোনও খেলোয়াড়ের মাথায় ছিল না। সবসময় আমরা খুব সিরিয়াস ছিলাম। বাকি দুই ম্যাচেও আমরা তাই থাকবো। পরের দুই ম্যাচে এতো সহজে আমরা নাও জিততে পারি। পরের দুই ম্যাচে কষ্ট করেই জিততে হতে পারে।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টাইগাররা ১-০ ব্যবধানে লিড নিয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

সানবিডি/ঢাকা/রাআ