পারলেন না সিদ্দিকুর

আপডেট: ২০১৫-১১-০৮ ২২:২৮:১১


siddikur news limon_90011সম্ভাবনা ছিল এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপা জয়ের। কিন্তু শেষদিকে এসে পারলেন না সিদ্দিকুর রহমান। শেষ পর্যন্ত নয়া দিল্লিতে প্যানাসনিক ওপেনে যৌথভাবে দ্বিতীয় হওয়ার হতাশা নিয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশের সেরা এই গলফারকে।

শিরোপা জেতা চিরাগ কুমারের সঙ্গে চতুর্থ রাউন্ডে সমানে সমানে লড়েও শেষ দিকের ব্যর্থতায় শিরোপা হাতছাড়া হয়ে যায় সিদ্দিকুরের।

দিল্লি গলফ ক্লাবে রবিবার শেষ রাউন্ডের নবম হোল শেষে দুজনেরই ছিল সমান পয়েন্ট। এরপর ১১ ও ১৩ নম্বর হোলে দুটি বার্ডি করে কুমার এগিয়ে গেলেও ১৫ নম্বর হোলে বার্ডি করে ব্যবধান ১ শটে নামিয়ে আনেন সিদ্দিকুর।

কিন্তু ১৭ নম্বর হোলে বগি করায় শিরোপা জেতার সম্ভাবনা শেষ হয়ে যায় এই গলফ কোর্সেই ২০১৩ সালে এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা জেতা সিদ্দিকুরের। হতাশ এই গলফার শেষ হোলেও করেন বগি। তার টি-শট গিয়ে পড়ে ঝোপে।

সবমিলিয়ে পারের চেয়ে মোট ১০ শট কম খেলেন সিদ্দিকুর। দিল্লির গলফার কুমার খেলেন পারের চেয়ে মোট ১৩ শট কম।

চার লাখ মার্কিন ডলার প্রাইজমানির প্রতিযোগিতার শেষ রাউন্ডে হতাশ করেছেন বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেনও। এই রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলেন তিনি। দুটি বার্ডির বিপরীতে চারটি বোগি ও একটি ট্রিপল বোগি (পারের চেয়ে তিন শট বেশি) করায় অনেক পিছিয়ে যান দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে দুর্দান্ত খেলা এই গলফার।

সবমিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে ২৩তম হয়েছেন জামাল। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি।

সানবিডি/ঢাকা/রাআ