পুরো কোরান নিজ হাতে লিখলেন হুমায়ুন
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৫ ১৯:১১:৩১
পৃথিবীর অনেক দেশে কোরআন হাতে লেখার খবর পাওয়া যায়। এবার বাংলাদেশের তরুণ হুমায়ুন কবির সুমন পবিত্র কোরআন হাতে লিখেছেন।
হুমায়ুন কবির সুমনের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামে। হুমায়ুন কখনো মাদ্রাসা পড়েননি। আরবি শিখতে তার সময় লেগেছে মাত্র ৩ বছর।
১৯৯৯ সালে এসএসসি পাস করার পর হুমায়ুন কোরআনুল কারিম লেখার উদ্দেশ্যেই আরবি লেখা শেখেন। পরে ২০০৭ সালে পবিত্র কুরআন হাতে লেখা শুরু করেন। ৩ বছরের ব্যবধানে ২০১০ সালে পুরো কোরআন লেখা সম্পন্ন করেন হুমায়ুন।
সম্পূর্ণ নিজ ইচ্ছায় আরবি লেখা শিখে কোরআন লেখা এবং পৃষ্ঠা বিন্যাস ও সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন তিনি। বরিশালের তরুণ হুমায়ুন বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কুরআনে পাণ্ডুলিপি তৈরি করতে চান।